প্রশ্নঃ (১০/২৫০) : কোন লোক বিবাহের পরে স্ত্রীর সাথে কোন রূপ সম্পর্ক না রাখলে এবং তালাকও না দিলে তার পরিণতি কী হবে?
664 বার পঠিত
উত্তর : বিয়ের পর স্বামীর দায়িত্ব হ’ল তার উপর অর্পিত স্ত্রীর হক আদায় করা (নিসা ১২৯; বুখারী হা/১৯৭৫)। স্ত্রীর প্রতি অসদাচরণকে আল্লাহ তা‘আলা নিষিদ্ধ করেছেন (বাক্বারাহ ২৩১)। এধরনের ব্যক্তি যালেম। আল্লাহ যালেমদের ভালবাসেন না (আলে ইমরান ৫৭)।