উত্তর :
সম্মান ও মর্যাদা দেওয়ার উদ্দেশ্যে কোন প্রাণীর ছবি তোলা এবং তা টাঙানো বা
স্থাপন করা হারাম। কারণ এগুলি মূর্তিপূজার শামিল। রাসূল (ছাঃ) বলেছেন,
প্রত্যেক ছবি নির্মাতা জাহান্নামী (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৪৪৯৮, ‘ছবিসমূহ’ অনুচ্ছেদ)।
তবে বাধ্যগত কারণে, জনগুরুত্বপূর্ণ উদ্দেশ্যে ও রেকর্ড রাখার স্বার্থে ছবি
তোলা বৈধ। যেমন চাকুরী, চিকিৎসা, হজ্জ ইত্যাদি, যা না হলে বৈধ কাজ সমাধা
হয় না। একই উদ্দেশ্যে ইসলামী অনুষ্ঠান ভিডিও প্রদর্শন করা যায়। আল্লাহ
বলেন, ‘তোমরা সাধ্যমত আল্লাহকে ভয় কর’ (তাগাবুন ১৬; বিস্তারিত দ্রঃ ‘ছবি ও মূর্তি’ বই)।