উত্তর : নবী (ছাঃ) জীবিত নন বরং তিনি মারা গেছেন। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে (আম্বিয়া ৩৪)। আল্লাহ অন্যত্র বলেন, নিশ্চয়ই আপনি মরণশীল ও তারাও মরণশীল (যুমার ৩০)। আমাদের নবী (ছাঃ)-কে মরণের স্বাদ গ্রহণ করতে হয়েছে (বুখারী, মুসলিম, মিশকাত হা/৫৯৬১, ৬৪)। সালাম নেওয়ার বিষয়ে রাসূল (ছাঃ) বলেছেন, আমার নিকট আত্মা ফেরত দেয়া হয় (আবুদাঊদ, মিশকাত হা/৯২৫)। অর্থাৎ সালামের বিষয়টি তাকে জানানো হয় (মিরক্বাত ২/৭৪৩)। পরকালের ঘটনাবলী মানুষ অনুভব করতে পারে না। আত্মার জগতের বিষয়টিও অনুরূপ (মিরক্বাত ৩/২৭৩)।