উত্তর : এগুলি ভিত্তিহীন কাহিনী মাত্র। তবে কিছু যঈফ বর্ণনা এ বিষয়ে এসেছে। যেমন, আমেনা বলেন, যখন তিনি রাসূলকে প্রসব করেন, তখন যেন সেখান থেকে একটা জ্যোতি বের হ’ল, যা সিরিয়ার প্রাসাদ সমূহ আলোকিত করে ফেলল’ (বায়হাক্বী দালায়েলুন নবুঅত ১/৮০; আর-রাহীকুল মাখতূম পৃঃ ৫৪)। এ সময় ইরাকের সাওয়া উপসাগরের পানি শুকিয়ে যায় ও তার তীরবর্তী গীর্জাসমূহ ভেঙ্গে পড়ে’ (ঐ, যঈফাহ হা/২০৮৫; গাযালী, ফিক্বহুস সীরাহ পৃঃ ৪৬)।