উত্তর : যাবে। কারণ কোন বস্ত্তর ক্ষেত্রে মূলনীতি হ’ল বস্ত্তটি হালাল, যে পর্যন্ত না তাতে হারামের দলীল পাওয়া যায়। রাসূলুল্লাহ (ছাঃ) ইহুদী ও পৌত্তলিকদের সাথে বৈষয়িক লেনদেন করেছেন। তবে অমুসলিমদের মেলায় ও পূজায় যাওয়া যাবে না। কারণ তাতে শিরককে উৎসাহিত করা হবে।