উত্তর : উক্ত মর্মে বর্ণিত হাদীছটি যঈফ (বায়হাক্বী শো‘আব হা/৬১৪৬; মিশকাত হা/৩০৯৭; যঈফাহ হা/১১১৭-এর আলোচনা দ্রষ্টব্য)। তবে যে নারীর বিবাহের মোহর কম, সে বিবাহ বরকতপূর্ণ মর্মে হাদীছ বর্ণিত হয়েছে (আহমাদ হা/২৪৫২২; ইরওয়া হা/১৯২৮, সনদ হাসান)। তাছাড়া বিবাহে খরচ কম হওয়া উত্তম বলে ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে (আবুদাউদ হা/২১১৭)। অতএব বিবাহ ও মোহরানা সকল ক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যয় থেকে বিরত থাকা উচিৎ।
প্রশ্নকারী : মুহাম্মাদ বিল্লাল*, ওয়ারী, ঢাকা।
[*বিল্লাল নয়, বেলাল নাম রাখুন (স. স.)]