উত্তর : উক্ত দাবী সঠিক নয়। রাসূলুল্লাহ (ছাঃ) যখনই ছালাত আদায় করতেন তখনই তিনি ডান কিংবা বাম দিক হয়ে ছাহাবীদের দিকে ফিরে বসতেন (বুখারী, মুসলিম; মিশকাত হা/৯৪৪, ৯৪৭)।
অতএব সব ছালাতেই ঘুরে বসতে হবে। শুধু ফজর ও আছর ছালাতে নয়। ‘তাবারাকতা...
ওয়াল ইকরাম’ পর্যন্ত পড়ে রাসূল (ছাঃ) কখনো কখনো উঠে গেছেন (মুসলিম, মিশকাত হা/৯৬০)।
কিন্তু অধিকাংশ সময় দীর্ঘক্ষণ ধরে তাসবীহ পাঠ করেছেন। ‘সুন্নাত নেই বলে
ফজর ও আছরের পরে ফিরে বসা এবং সুন্নাত আছে বলে অন্য সময় ফিরে না বসা’ এই
প্রথার কোন ভিত্তি হাদীছে নেই।