উত্তর :
উক্ত ব্যক্তি শহীদের মর্যাদা পাবেন না। তবে অবশ্যই তিনি উত্তম প্রতিদান
পাবেন। কিন্তু তিনি যদি আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে কারারুদ্ধ হন এবং
নির্যাতন করে বা অন্যায় বিচারে তাকে হত্যা করা হয়, তবে তিনি প্রকৃত শহীদের
মর্যাদা পাবেন।
উল্লেখ্য যে, শহীদ ফী সাবীলিল্লাহ ছাড়া আরো ৭ শ্রেণীর মানুষ শাহাদত লাভ করবেন বলে যে হাদীছ বর্ণিত হয়েছে সেখানে কারারুদ্ধ ব্যক্তির কথা নেই। তাছাড়া আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়ে জিহাদের ময়দানে যিনি শহীদ হন তিনিই কেবল তার পরিবারের ৭০ জন (ঈমানদার) ব্যক্তিকে জান্নাতে নেবার জন্য সুফারিশ করবেন এবং তা কবুল করা হবে’ (আবুদাঊদ হা/২৫২২)। ছাহেবে ‘আওন বলেন, এর অর্থ তার পরিবারের মূল ও শাখা থেকে ৭০ জন ব্যক্তি। মানাবী বলেন, এখানে ৭০ দ্বারা অসংখ্য বুঝানো হয়েছে, সীমিত সংখ্যা নয় (আওনুল মা‘বূদ হা/২৫০৫-এর ব্যাখ্য দ্রঃ, ৭/১৯৭ পৃঃ)।