উত্তর :
যে কোন বয়সে বিবাহ দিতে শরী‘আতে কোন বাধা নেই। বিয়ের পরে পড়াশুনা করতেও
কোন বাধা নেই। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, নারীকে বিবাহ করা হয় চারটি কারণে :
(১) তার সম্পদ (২) বংশ মর্যাদা (৩) সৌন্দর্য এবং (৪) তার দ্বীনদারীর কারণে।
এর মধ্যে তোমরা দ্বীনদার নারীকে অগ্রাধিকার দাও। নইলে ধ্বংস হও’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/৩০৮২, ‘বিবাহ’ অধ্যায়)। অতএব দ্বীনদারী না দেখে অন্য কিছু দেখে বিবাহ দিলে অবশ্যই আল্লাহর নিকটে জওয়াবদিহী করতে হবে। ছেলেদের ব্যাপারেও একই কথা প্রযোজ্য।