উত্তর : অনুবাদ : ‘তারা (মক্কার মুশরিকরা) আল্লাহ্কে ছেড়ে শুধু কতকগুলো দেবীরই পূজা করে, তারা কেবল আল্লাহদ্রোহী শয়তানের পূজা করে (নিসা ১১৭)।
এ আয়াতে বর্ণিত ‘ইনাছা’ শব্দের ব্যাখ্যায় ছাহাবী উবাই ইবনু কা‘ব (রাঃ)
বলেন, مَعَ كُلِّ صَنَمٍ جِنِّيَّةٌ প্রত্যেক মূর্তির সাথে একজন করে মাদী
জিন থাকে’ (আহমাদ হা/২১২৬৯, সনদ হাসান)। অতএব উক্ত আয়াতে তাদের দেবীদের প্রতিই ইঙ্গিত করা হয়েছে। তাছাড়া আরবদের সকল দেব-প্রতিমা নারীদের নামেই ছিল।