উত্তর : একথা ভিত্তিহীন ও বানোয়াট। বরং সকল সৃষ্টি সর্বাবস্থায় আল্লাহকে সিজদা করে। আল্লাহ বলেন, তুমি কি দেখ না যে, আল্লাহকে সিজদা করে যা কিছু আছে নভোমন্ডলে ও ভূমন্ডলে... সূর্য, চন্দ্র, নক্ষত্ররাজি, পর্বতরাজি, বৃক্ষলতা, জীবজন্তু ও বহু মানুষ? (হজ্জ ২২/১৮)। অবিশ্বাসী কাফেররা আল্লাহকে সিজদা না করলেও তাদের জড় দেহ আল্লাহর আনুগত্য করে। আর সেজন্যেই তারা তাদের বার্ধক্য ও জ্বরাকে প্রতিরোধ করতে পারে না। সৃষ্টি সমূহের সিজদা করার দৃশ্য ‘ক্বদর রাত্রিতে আল্লাহর ইবাদতকারীগণই দেখতে পান’ কথাটি স্থূল দৃষ্টিতে আদৌ সম্ভব নয়। তবে জ্ঞানজগতে অনুভব করা যায়। প্রত্যেক জ্ঞানী ব্যক্তিই সর্বাবস্থায় তা বুঝতে পারেন। কেবল ক্বদর রাত্রিতে নয়।