উত্তর :
ইরানের বর্তমান শাসকগোষ্ঠী ভ্রান্ত আক্বীদাসম্পন্ন শী‘আ সম্প্রদায়ের
অন্তর্ভুক্ত। তাদের খাত্ত্বাবিয়াহ উপদলের মতে শী‘আদের ইমামগণ সবাই নবী।
অতঃপর ইলাহ (শাহরস্তানী, আল-মিলাল ১/১৭৯)। শী‘আদের নিকট আলী (রাঃ)
ছিলেন রাসূল (ছাঃ)-এর অছি। তাই তারা আলী সহ তার পরিবারবর্গের নামের শেষে
নবীগণের জন্য প্রচলিত শব্দ (আঃ) ব্যবহার করে থাকে। ছহীহ বুখারীসহ কোন কোন
হাদীছ গ্রন্থে ফাতেমা ও আলী, হাসান ও হোসায়েন (রাঃ)-এর নামের পরে (রাঃ)-এর
পরিবর্তে (আঃ) লেখা হয়েছে। এ বিষয়ে হাফেয ইবনু কাছীর বলেন, এগুলি পরবর্তী
হাদীছ লেখকদের মাধ্যমে আগত (তাফসীর ইবনে কাছীর, আহযাব ৪০ আয়াতের ব্যাখ্যা দ্রঃ ৬/৫০০পৃঃ)।