উত্তর :
হারিয়ে যাওয়া স্ত্রী ফিরে না আসার নিশ্চিত প্রমাণ পাওয়ার পূর্বে তার আপন
বোনকে বিবাহ করা শরী‘আত সম্মত হয়নি। বরং উচিত ছিল অন্য কোন মেয়েকে বিবাহ
করা। যাতে পূর্বের স্ত্রী ফিরে আসলে উভয়কেই স্ত্রী হিসাবে রাখতে পারে।
যেহেতু দুই বোনকে এক সঙ্গে স্ত্রী হিসাবে রাখা যাবে না (নিসা ২৩),
সেহেতু তার প্রথমা স্ত্রীকে রেখে দ্বিতীয় স্ত্রীকে তালাক দিতে হবে। সন্তান
হয়ে থাকলে সে তার পিতার সাথে সম্পৃক্ত হবে। তবে মায়ের সাথেও থাকতে পারে।
প্রকাশ থাকে যে, নিখোঁজ স্বামীর ক্ষেত্রে ৪ বছর অপেক্ষা করার পর কোন সন্ধান পাওয়া না গেলে স্ত্রী অন্য স্বামী গ্রহণ করতে পারবে মর্মে যে বিধান রয়েছে, নিখোঁজ স্ত্রীর বোনের ক্ষেত্রে উক্ত বিধান প্রয়োগ করা জায়েয হবে না। কেননা বিষয়টি হারাম-এর সাথে সম্পৃক্ত।