উত্তর : সৎ কাজের আদেশ ও অসৎ কাজ
থেকে নিষেধ করা মুসলিম উম্মাহর উপর ফরয। আত্মীয়-স্বজন বিরূপ মন্তব্য করলেও
ধৈর্যধারণ করতে হবে এবং বাহ্যিক সম্পর্ক রেখে দাওয়াত দিয়ে যেতে হবে। তাদের
বিপদে সাহায্য করতে হবে। সম্পর্ক ছিন্ন করা যাবে না। কারণ তাতে দাওয়াত
প্রদানের পথ বন্ধ হয়ে যাবে। রাসূল (ছাঃ) তাঁর আত্মীয় তায়েফবাসীদের পক্ষ
থেকে চরম নির্যাতনের শিকার হওয়া সত্ত্বেও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেননি
বরং তাদের মধ্যে দাওয়াত অব্যাহত রেখেছিলেন (বুখারী হা/৩২৩১, মুসলিম হা/১৭৯৫, মিশকাত হা/৫৮৪৮)।