উত্তর: এটি
অমুসলিমদের অনুকরণে একটি সামাজিক কুপ্রথা মাত্র। মক্কার কাফেররা শিস দেওয়া
ও তালি বাজানোর মাধ্যমে কা‘বাগৃহের পাশে তাদের উপাসনা করত (আনফাল ৩৫)।
অতএব হাততালি বা বাঁশি বাজানো জাহেলী আরবদের রীতি, যা বর্জনীয়। খুশী বা
আনন্দঘন মুহূর্তে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদির
মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করাই শরী‘আতসম্মত (ইবনু মাজাহ হা/৩৮০৩; ছহীহাহ হা/২৬৫; বুখারী হা/৬২১৮-১৯, ৪৭৪১)।