উত্তর :
এ সময় খাওয়া ও পান করা নিষিদ্ধ নয়। বরং নিষিদ্ধ মনে করাটা কুসংস্কার
মাত্র। এ সময় সব ছেড়ে ছালাতে রত হ’তে হবে, যাকে ছালাতুল কুসূফ ও খুসূফ বলা
হয়। অতঃপর বেশী বেশী দো‘আ করতে হবে, তাকবীর দিতে হবে এবং ছাদাক্বা করতে হবে
(বুখারী হা/১০৪৪)। এছাড়া এ সময় কবরের শাস্তি হ’তে পরিত্রাণ চাইতে হবে (বুখারী হা/১০৫৭; মিশকাত হা/১৪৮২-৮৪)। মূলতঃ এর মাধ্যমে আল্লাহ তাঁর বান্দাকে ভয় দেখিয়ে থাকেন (বুখারী হা/১০৪৮)। যাতে বান্দা তাঁর প্রতি অধিকতর রুজূ হয়।