উত্তর :
ইফতারের পূর্বে সবাই মিলে হাত তুলে দো‘আ করার কোন প্রমাণ নেই; বরং এটা
শরী‘আতে একটি নতুন সৃষ্টি, যা পরিতাজ্য। ইফতারের সময় দো‘আ কবুল হয় মর্মে
বর্ণিত হাদীছটি যঈফ (ইবনু মাজাহ হা/১৭৫৩, সনদ যঈফ)। এ সময় দো‘আ
করলে অধিক নেকী হয় বলে কোন প্রমাণ নেই। বরং ছিয়াম পালনকারীর দো‘আ সর্বদাই
কবুল হয়। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, তিন শ্রেণীর লোকের দো‘আ ফেরত দেয়া হয় না
(১) পিতা-মাতার দো‘আ (২) ছিয়াম পালনকারীর দো‘আ (৩) মুসাফিরের দো‘আ (বায়হাক্বী, ছহীহাহ হা/১৭৯৭)।