উত্তর: প্রথমে বিভিন্নভাবে টাকার মালিককে খোঁজার চেষ্টা করবে। খুঁজে না পেলে অজ্ঞাত ব্যক্তির নামে উক্ত টাকা ছাদাক্বা করে দিবে (ইবনু আবী শায়বাহ হা/২৩১৩৩-৩৫; মাজমূ‘উল ফাতাওয়া ২২/১৪২)।
তবে মালিকের নামে দান করার পরে যদি তার সন্ধান পাওয়া যায় এবং সে তার টাকা দাবী করে, তাহ’লে উক্ত টাকা তাকে ফেরত দিতে হবে। তবে দানকারীর আমলনামায় তার দানের ছওয়াব যুক্ত হবে। আর যে কোন পবিত্র মালের ছাদাক্বা আল্লাহর নিকটে বর্ধিত হয়ে পাহাড়ের সমান হয় (বুঃ মুঃ মিশকাত হা/১৮৮৮)।
প্রশ্নকারী : যুবায়ের আহমাদ, সাপাহার, নওগাঁ।