উত্তর : কোন ইজতিহাদী মাসআলায় কোন নির্ভরযোগ্য আলেমের কুরআন ও ছহীহ হাদীছভিত্তিক এবং সালাফে ছালেহীনের বুঝের আলোকে কৃত ইজতিহাদকে গ্রহণ করলে তা দোষ হবে না। বরং এমন পরিস্থিতিতে কারো প্রতি অন্ধ পক্ষপাত না করে আল্লাহর প্রতি ভরসা রেখে নির্ভরযোগ্য আলেমের ছহীহ দলীলভিত্তিক অভিমত গ্রহণ করে আমল করবে (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ২০/২২০; ইবনুল কাইয়িম, ই‘লামুল মুআক্কিঈন ৪/২০২; উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১১/৮৩; বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব)।
প্রশ্নকারী : এনায়েত হোসাইন, জীবননগর, চুয়াডাঙ্গা।