উত্তর : আল্লাহর হস্তদ্বয় মানুষের হাতের মত নয়। বরং তাঁর উভয় হাতই ডান, যা বিভিন্ন হাদীছ দ্বারা প্রমাণিত। মুসলিমের একটিমাত্র বর্ণনায় (মুসলিম হা/২৭৮৮) তাঁর বাম হাতের কথা এসেছে, যা অন্য বর্ণনায় ‘বাম হাতে’র বদলে ‘অন্য হাত’ বলা হয়েছে (আবুদাঊদ হা/৪৭৩২)। এটি স্রেফ মানুষকে বুঝানোর জন্য। অতএব এর অর্থ হবে ‘অন্য হাত’ (আলবানী, মাজাল্লা ইছালা, ৪র্থ সংখ্যা ৬৮ পৃঃ)। এছাড়া বান্দার ক্ষেত্রে ডান হাতের চেয়ে বাম হাতের মর্যাদা কম। যা আল্লাহর ক্ষেত্রে শোভা পায় না (মাজমূ‘ ফাতাওয়া বিন বায ২৫/১২৬)।