উত্তর : পাপী হ’তে থাকবে (ইবনু আলান, দলীলুল ফালেহীন ২/১৩৬; ওছায়মীন, শরহ রিয়াযুছ ছালেহীন ২/৩৪৫)। কারণ রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি ইসলামে কোন মন্দ রীতির প্রচলন করবে, তার উপর তার নিজের এবং ঐ লোকদের গোনাহ বর্তাবে, যারা তার (মৃত্যুর) পর তার উপর আমল করবে। তাদের গোনাহের কিছু পরিমাণও কম করা হবে না (মুসলিম হা/১০১৭; মিশকাত হা/২১০)। এমতাবস্থায় তার কর্তব্য হবে, উক্ত ব্যক্তিকে এই অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য সাধ্যমত চেষ্টা করবে। সে বিরত না হ’লে সদাসর্বদা আল্লাহর কাছে তওবা-ইস্তিগফার করবে।
প্রশ্নকারী : নাফীয ইসলাম, ঝিনাইদহ।