উত্তর : বিপজ্জনক কিছু মনে করলে ফরয ছালাত ত্যাগ করে হলেও সাড়া দিতে হবে। কেননা চোর ধরার জন্য ফরয ছালাত ছেড়ে দেয়ার অনুমতি রয়েছে (বুখারী হা/১২১১, ২১ অধ্যায়, ১১ অনুচ্ছেদ)। ছালাত যদি নফল হয়, তবে তা ছেড়ে দিয়ে পিতামাতার ডাকে সাড়া দিতে হবে (বুখারী হা/১২০৬, মুসলিম হা/৬৬৭২; ওছায়মীন, শরহ রিয়াযুছ ছালেহীন ৩/৭৩-৭৪)।