উত্তর : রাতে প্রাণী শিকারে কোন বাধা নেই। আল্লাহ বলেন, ‘তিনিই সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সবকিছু’ (বাক্বারাহ ২/২৯)। তবে অনেক ক্ষেত্রে শিকারীর জন্য রাতে শিকার বিপদজনক হ’তে পারে। সেজন্য সতর্ক থাকতে হবে। আর ‘তোমরা রাতে পাখিদের বাসায় আক্রমণ করে শিকার করো না’ মর্মে প্রচলিত কথাটির কোন শারঈ ভিত্তি নেই (উছায়মীন, ফাতাওয়া নুরুন আলাদ-দারব ১১১/৯৪-৯৫)।
-আব্দুল হামীদ, মোহনপুর, রাজশাহী।