উত্তর :
জমির মূল মালিকের সম্মতিক্রমে প্রশ্নে উল্লিখিত পদ্ধতিতে ব্যবসা করা
শরী‘আত সম্মত। তবে মালিকের সম্মতি না থাকলে অথবা গোপনে এরূপ ব্যবসা করা
জায়েয নয়। কেননা রাসূল (ছাঃ) ক্রয়কৃত বস্ত্ত মালিকানায় আসার পূর্বে অন্যের
নিকট বিক্রয় করতে নিষেধ করেছেন (আবুদাউদ হা/ ৩৫০৪; তিরমিযী হা/১২৩৪; মিশকাত হা/২৮৯১)।
আর জমি নিজের নামে রেজিস্ট্রি না হওয়া পর্যন্ত মালিকানায় আসে না। তবে যদি
বিক্রেতা জমির মূল্য নির্ধারণ করে দেয় এবং বলে যে, এর চেয়ে বেশী দামে
বিক্রি করতে পারলে তা তোমার। তাহলে তা জায়েয হবে।