উত্তর : এসব কাজ মসজিদে করা যায়। রাসূলুল্লাহ (ছাঃ)-এর যুগে শরী‘আতের বিভিন্ন কাজ মসজিদে করা হ’ত। যেমন মসজিদে কোন কিছু বণ্টন করা (বুখারী হা/৪২১)। মসজিদে খাওয়া (বুখারী হা/৪২২)। মসজিদে বিচার করা (বুখারী হা/৪২৩)। মসজিদে ঘুমানো (বুখারী হা/৪৩৯)। মসজিদে কবিতা পাঠ করা (বুখারী হা/৪৫৩)। মসজিদে দ্বীনী প্রশিক্ষণ দেয়া (বুখারী হা/৪৫৪) ইত্যাদি।