উত্তর : অবশ্যই
গুরুত্ব আছে। কেননা আগে-পরে সুন্নাত আদায়কারীর জন্য হাদীছে বিশেষ ফযীলত
বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি গোসল করে জুম‘আ মসজিদে
আসে, অতঃপর সাধ্যমত ছালাত আদায় করে। অতঃপর খুৎবা শেষ হওয়া পর্যন্ত চুপ থাকে
এবং ইমামের সাথে ছালাত আদায় করে, তার জন্য পরবর্তী জুম‘আ সহ আরো তিনদিনের
গোনাহ মাফ করা হবে (মুসলিম হা/৮৫৭, মিশকাত হা/১৩৮২ ‘জুম‘আর ছালাত’ অনুচ্ছেদ)।
আর জুম‘আ পরবর্তী সুন্নাত হিসাবে চার বা দুই কিংবা দুই ও চার মোট ছয় রাক‘আত সুন্নাত ও নফল পড়া যায় (মুসলিম, মিশকাত হা/১১৬৬ তিরমিযী হা/৫২৩)।