উত্তর : এ দো‘আটি বিতর ছালাতের কুনূতে পাঠ করা মর্মে বর্ণিত হাদীছটি ‘মুরসাল’ বা যঈফ (বায়হাক্বী ২/২১০; মিরক্বাত ৩/১৭৩-৭৪; মির‘আত ৪/২৮৫)।
উপরন্তু এটি কুনূতে নাযেলাহ হিসাবে বর্ণিত হয়েছে, কুনূতে রাতেবাহ হিসাবে
নয়। আলবানী বলেন যে, এ দো‘আটি ওমর (রাঃ) ফজরের ছালাতে কুনূতে নাযেলাহ
হিসাবে পড়তেন। এটাকে তিনি বিতরের কুনূতে পড়েছেন বলে আমি জানতে পারিনি (ইরওয়া হা/৪২৮-এর আলোচনা দ্রঃ ২/১৭২ পৃঃ, বিঃদ্রঃ ছালাতুর রাসূল (ছাঃ) পৃঃ ১৬৯)।