উত্তর :
মসজিদের ওয়াকফকৃত জমি কাউকে দান করা যাবে না। তবে প্রয়োজনে বিক্রয় করা যায়
অথবা এওয়ায করা যায়। ওমর ফারূক (রাঃ) কূফার পুরাতন মসজিদের স্থানটি বিক্রয়
করেন এবং অন্য স্থানে মসজিদ নির্মাণ করেন। অতঃপর পুরাতন মসজিদের জায়গাটি
খেজুর বিক্রয়ের বাজার করা হয় (ফিক্বহুস সুন্নাহ ৩/৩১২ পৃঃ, ফাতাওয়া ইবনে তায়মিয়াহ ৩১/২১৭ পৃঃ)। অতএব যারা বের হওয়ার জন্য রাস্তা চাচ্ছে, তারা জমি দান করে থাকলেও তা কিনতে পারবে না (বুখারী, মুসলিম, মিশকাত হা/১৯৫৪)। তবে মসজিদের স্বার্থ ও পবিত্রতা ক্ষুণ্ণ না হয় এরূপভাবে এওয়ায বা দাতা ব্যতীত অন্যের কাছে বিক্রয় করতে পারবে।