উত্তর : নিরুপায় অবস্থায় গ্রহণ করা যেতে পারে। তবে হারাম অর্থ উপার্জনকারী সন্তানের জন্য উক্ত সম্পদ হারাম হ’লেও মায়ের জন্য তা সরাসরি হারাম নয়। কেননা একজনের পাপ অন্যে বহন করবে না (হাকেম হা/৭০৫৩; ছহীহাহ হা/২১৮৬)। আর পিতা-মাতার ভরণ-পোষণের ব্যাপারে সন্তান দায়িত্বশীল (আবুদাউদ হা/৩৫৩০; মিশকাত হা/৩৩৫৪; ছহীহাহ হা/২৪১৪)। মায়ের জন্য সন্তানকে এরূপ হারাম উপার্জন থেকে দূরে রাখার চেষ্টা করা আবশ্যক। কেননা রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, নিশ্চয়ই লোকেরা কোনরূপ অন্যায় হ’তে দেখে, তার প্রতিরোধ না করলে, আমার আশংকা হয় যে, তাদের সকলকে আল্লাহ তার শাস্তিতে শামিল করবেন (আহমাদ, তিরমিযী হা/৪০০৫, মিশকাত হা/৫১৪২, সনদ ছহীহ)।