উত্তর : কর্মচারী তার পরিশ্রমের বিনিময়ে বেতন পাওয়ার হক্বদার। সুতরাং কোন অবস্থাতেই যাকাতদাতার জন্য যাকাতের অর্থ থেকে কর্মচারীদের বেতন দেওয়া সিদ্ধ নয় (হাশিয়াতুল জামাল আলা শারহিল মানহাজ ২/২৪৮, ৭/৩৭৭, ৪/১৫৮)। তবে যদি কর্মচারীরা যাকাতের হক্বদার হয় তাহ’লে তাদের যাকাত হিসাবে অর্থ দিতে পারে, বেতন হিসাবে নয় (তওবাহ ৯/৬০)।
-আব্দুল্লাহ ছালেহ, মীরপুর, ঢাকা।