উত্তর : আল্লাহর প্রত্যেক সৃষ্টির মধ্যে হিকমত রয়েছে। যারা গবেষণা করবে, তারা এক পর্যায়ে তারা রহস্য জানতে পারবে। যেমন সাপ ক্ষতিকর প্রাণী হলেও তার বিষ দিয়ে ঔষধ তৈরী হয়ে থাকে।
তবে মানুষে জ্ঞান সর্বদাই সীমিত। আল্লাহ বলেন, তিনি মানুষকে সামান্যই জ্ঞান দান করেছেন (ইসরা ১৭/৮৫)। এই সামান্য জ্ঞান দ্বারা সবকিছুর রহস্য উদঘাটন করা সম্ভব নয়। অতএব মুমিনের জন্য কর্তব্য হ’ল, আল্লাহর সৃষ্টি বিষয়ে চিন্তা-গবেষণার সাথে সাথে তার প্রতি পূর্ণ ঈমান আনা (আম্বিয়া ২১/২৩)। আল্লাহ বলেন, যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আসমান ও যমীনের সৃষ্টি বিষয়ে চিন্তা-গবেষণা করে এবং বলে, হে আমাদের পালনকর্তা! তুমি এগুলিকে অনর্থক সৃষ্টি করোনি। মহা পবিত্র তুমি। অতএব তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও! (আলে ইমরান ২/১৯১)।