উত্তর : সম্মানের উদ্দেশ্যে ছবি ঝুলানো নিষিদ্ধ। রাসূল (ছাঃ) বলেন, মুসলিম নেতা যখন কোন পাপ কাজের নির্দেশ দিবে, তখন সে ব্যাপারে তার কথা শ্রবণ করা যাবে না, তার আনুগত্যও করা যাবে না (বুখারী হা/৭১৪৪; মুসলিম হা/১৮৩৬)। তবে ছবি টাঙ্গাতে বাধ্য করা হ’লে নির্দেশদাতা গুনাহগার হবে, নির্দেশ পালনকারী নয় (নাহল ১৬/১০৬; ইবনু মাজাহ হা/২০৪৩)। অতএব ছবিকে সাধ্যমত এড়িয়ে চলতে হবে এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে ও অন্তরে ঘৃণা পোষণ করতে হবে। কেননা রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি ইনকার করল, সে দায়িত্ব মুক্ত হ’ল’ (মুসলিম হা/১৮৫৪; মিশকাত হা/৩৬৭১)।