উত্তর :
বারো ইমামের অনুসারী শী‘আ ও রাফেযী নারীদের বিবাহ করা যাবে না। কারণ তাদের
আক্বীদা মুশরিকদের ন্যায়। আল্লাহ বলেন, আর তোমরা মুশরিক নারীদের বিয়ে করো
না, যতক্ষণ না তারা ঈমান আনে (বাক্বারাহ ২/২২১)। শায়খুল ইসলাম ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, রাফেযা নারীকে বিয়ে করা কোন মুসলমানের জন্য সমীচীন নয় (মাজমূ‘উল ফাতাওয়া ৩২/৬১)। সঊদী আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ অনুরূপ মত ব্যক্ত করেছে (ফৎওয়া লাজনা দায়েমাহ ২/৩৭৩)। যদি তওবা করে ও সঠিক দ্বীনে ফিরে আসে তাহ’লে বিবাহে কোন বাধা নেই।