উত্তর : হ্যাঁ, ওযূর শেষে বৈঠক ভঙ্গের দো‘আটি পাঠ করা মুস্তাহাব। দো‘আটি হ’ল- ‘সুবহা-নাকাল্লা-হুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা-ইলা-হা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতূবু ইলাইকা’
(মহা পবিত্র হে আল্লাহ! আপনার প্রশংসার সাথে আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি
ব্যতীত কোন উপাস্য নেই। আমি আপনার নিকটে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার
দিকেই ফিরে যাচ্ছি বা তওবা করছি’ (তিরমিযী, নাসাঈ, মিশকাত হা/২৪৩৩, ২৪৫০)।
রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি ওযূর পর উপরোক্ত দো‘আটি পাঠ করবে, তার নাম
দাসমুক্তকারীদের নামের সাথে লিখে দেওয়া হবে এবং এমন সীল মেরে দেওয়া হবে যা
ক্বিয়ামত পর্যন্ত ভাঙ্গবে না (ত্বাবারাণী আওসাত্ব হা/১৪৫৫; হাকেম হা/২০৭২; ছহীহাহ হা/২৩৩৩)। ইমাম নববী (রহঃ) বলেন, উক্ত দো‘আটি গোসলের পরেও পাঠ করা মুস্তাহাব (সুবূলুস সালাম ১/৮০)।