উত্তর :
কুরআনের উপর হাত রেখে হলফ করা শরী‘আত সম্মত নয়। কারণ এর দ্বারা শপথকারীর
মনে আল্লাহর চাইতে কিতাব বেশী গুরুত্ব পায়। তাছাড়া এ মর্মে কোন ছহীহ বা যঈফ
হাদীছ পাওয়া যায় না। মুলতঃ শপথ কেবল আল্লাহর নামেই করতে হবে। কারণ রাসূল
(ছাঃ) এরশাদ করেন, যে ব্যাক্তি শপথ করতে চায় সে যেন আল্লাহর নামে শপথ করে
অথবা চুপ থাকে’ (বুখারী হা/৩৬২৪, মুসলিম হা/১৬৪৬; মিশকাত হা/৩৪০৭)। তিনি বলেন, যে ব্যক্তি গায়রুল্লাহর নামে শপথ করল, সে কুফরী অথবা শিরক করল’ (তিরমিযী হা/১৫৩৫, আবুদাউদ হা/৩২৫৩)।