উত্তর : মাইয়েতকে গোসল করিয়ে নিজে গোসল করা এবং লাশ বহন করার পর ওযূ করা উত্তম। আবু হুরায়রা (রাঃ) বলেন, নবী করীম (ছাঃ) বলেছেন, ‘যে ব্যক্তি মাইয়েতকে গোসল করাবে সে যেন নিজে গোসল করে এবং যে ব্যক্তি লাশ বহন করবে সে যেন ওযূ করে’ (আবুদাউদ হা/৩১৬১; ইরওয়া হা/১৪৪, সনদ ছহীহ)। ইবনু ওমর (রাঃ) বলেন, মৃতকে গোসল করানোর পর আমাদের কেউ কেউ গোসল করত, আবার কেউ করত না (দারাকুৎনী হা/১৮৪২; আলবানী, আহকামুল জানায়েয ৫৪ পৃঃ, সনদ ছহীহ)। অতএব সম্ভব হ’লে উক্ত গোসল করা উত্তম, তবে ছেড়ে দিলে কোন গোনাহ নেই (ওছায়মীন, শারহুল মুমতে‘ ১/২৫৪, ফাতাওয়া লাজনা দায়েমা ৫/৩১৭-১৮)।