উত্তর : প্রশ্নে বুঝা
যাচ্ছে যে আলবানী (রহঃ)-এর গ্রন্থগুলো সম্পর্কে তার কোন ধারণা নেই। এমনকি
অন্যান্য হাদীছগ্রন্থ সম্পর্কেও ধারণা নেই। কেননা শায়খ আলবানীর হাযার বছর
পূর্বে জাল ও যঈফ হাদীছের বহু গ্রন্থ রচিত হয়েছে। বর্ণনাকারীদের মধ্যে কারা
নির্ভরযোগ্য আর কারা নির্ভরযোগ্য নয় সে সম্পর্কেও বহু গ্রন্থ রয়েছে। শায়খ
আলবানী শুধু সেগুলো বাছাই করে পেশ করেছেন। সুতরাং তার তাহকীক অবশ্যই
গ্রহণযোগ্য। তবে নবীগণ ছাড়া কোন মানুষই ভুলের ঊর্ধ্বে নন। তাই শায়খ
আলবানীরও দু’একটি ভুল হওয়াটা অস্বাভাবিক নয়। মূলকথা যঈফ ও জাল হাদীছের উপর
আমলকারীদের বিপদ হয়ে যাওয়ায় তারা আলবানীকে সহ্য করতে পারছে না।