উত্তর : এটি সুন্নাত নয়। বরং মুস্তাহাব। কারণ হাদিয়া প্রদান করলে ভালোবাসা বৃদ্ধি পায়। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা পরস্পরকে হাদিয়া দাও ও মহববত বৃদ্ধি কর’ (আল-আদাবুল মুফরাদ হা/৫৯৪; ছহীহুল জামে‘ হা/৩০০৪)। আর রাসূল (ছাঃ) মুসলিম ভাইয়ের জন্য আনন্দদায়ক কিছু করাকে তার নিকটে সর্বাধিক প্রিয় আমলসমূহের অন্যতম হিসাবে গণ্য করেছেন (মু‘জামুল কাবীর হা/১৩৬৪৬; ছহীহাহ হা/৯০৬)। তবে ‘তোমাদের কেউ সফর থেকে ফিরে আসলে সে তার পরিবারের জন্য একটি পাথর হ’লেও হাদিয়া নিয়ে আসবে’ মর্মে বর্ণিত হাদীছটি অত্যন্ত যঈফ (দায়লামী হা/১১৮২; সিলসিলা যঈফাহ হা/২৬১৩)।