উত্তর : সময় মত ছালাত আদায় করা মুসলমানের ধর্মীয় অধিকার। এই অধিকার কোম্পানীর নিকট চেয়ে নিতে হবে। আশা করি এ সুযোগ তারা দিবে। না দিলে এবং সকল চেষ্টা ব্যর্থ হলে চাকুরী ছেড়ে অন্যত্র রিযিক অন্বেষণ করবে। আল্লাহ বলেন, বস্ত্তত যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উপায় বের করে দেন’। ‘আর তিনি তাকে তার ধারণাতীত উৎস থেকে রিযিক প্রদান করে থাকেন’ (তালাক ৬৫/২-৩)। রাসূল (ছাঃ) বলেন, তুমি যখন আল্লাহর জন্য কোন কিছু ত্যাগ করবে তখন আল্লাহ তোমাকে তার থেকে কল্যাণকর কিছু দিবেন (আহমাদ হা/২৩১২৪, সনদ ছহীহ)।
প্রশ্নকারী :আল-আমীন, কুয়ালালামপুর, মালয়েশিয়া।