উত্তর : অপেক্ষা করবে না। বরং ইমামকে যে অবস্থায় পাবে, তাকবীরে তাহরীমা বলে সে অবস্থায় ছালাতে যোগ দিবে (আবুদাউদ হা/৬১৮; মিশকাত হা/৩১২)। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা জামা‘আতে শরীক হওয়ার জন্যে ছালাতে এসে আমাদেরকে সিজদা অবস্থায় পেলে তোমরাও সিজদায় যাও। আর এ সিজদাকে (কোন রাক‘আত) হিসেবে গণ্য করবে না (আবুদাউদ হা/৮৯৩; মিশকাত হা/১১৪৩; ইরওয়া হা/৪৯৬, সনদ ছহীহ)। অন্য বর্ণনায় রয়েছে, ‘তোমাদের কেউ ছালাত আদায় করতে এসে ইমামকে যে অবস্থায় পাক না কেন, তখন ইমাম যেরূপ করে সেও যেন অনুরূপ করে’ (তিরমিযী হা/৫৯১; মিশকাত হা/১১৪২; ছহীহুল জামে‘ হা/২৬১)।