
উত্তর : গোসলের পূর্বে ওযূ করলে এবং ওযূ ভঙ্গের কারণ না ঘটলে গোসলের পর আর ওযূ করতে হবে না। আর পূর্বে ওযূ না করলে গোসলের পরে ওযূ করতে হবে। কারণ ওযূ ব্যতীত ছালাত হবে না’ (আবূদাঊদ হা/৬১; শায়খ বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১০/১৭৫-৭৬; ওছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ১/৪২৩)।
প্রশ্নকারী : লতীফুল ইসলাম, আমচত্ত্বর, রাজশাহী।