উত্তরঃ
মসজিদের জন্য মানত করে থাকলে মসজিদেই দিতে হবে। কারণ মসজিদের জমি মসজিদের
স্বার্থে ব্যবহার করাই উত্তম। তবে জমিটি মসজিদের জন্য তেমন কোন কাজে না
আসলে উপকারিতার দিকে দৃষ্টি দিতে হবে। যদি কবরস্থানের জন্য বেশী উপকার
বিবেচিত হয়, তাহ’লে সেখানে দিবে (ফিক্বহুস সুন্নাহ ‘ওয়াক্ফ’ অধ্যায় ৩/৩৮৫ পৃঃ)।