উত্তর : যাবে। আয়েশা (রাঃ) বলেন, ওছমান বিন মাযঊন (রাঃ) মারা গেলে এবং তাঁকে গোসল করিয়ে কাফনের কাপড় পরানো হ’লে রাসূল (ছাঃ) তার নিকট প্রবেশ করলেন এবং মৃত ওছমানকে চুমু দিলেন যখন তার দু’চোখ দিয়ে অশ্রু ঝরছিল (বুখারী হা/১২৪৩; আবুদাঊদ হা/৩১৬৩; ইরওয়া ৩/১৫৭)। জাবের (রাঃ) বলেন, ওহোদ যুদ্ধে আমার পিতা আব্দুল্লাহ (রাঃ) শহীদ হয়ে গেলে আমি তাঁর মুখমন্ডল হ’তে কাপড় সরিয়ে ক্রন্দন করতে লাগলাম। লোকজন আমাকে নিষেধ করতে লাগল। কিন্তু নবী করীম (ছাঃ) আমাকে নিষেধ করেননি’ (বুখারী হা/১২৪৪; আহমাদ হা/১৪২২৩; আহকামুল জানায়েয ১/২০)। বিশেষতঃ আত্মীয়-স্বজন দেখতে চাইলে বাধা দেওয়া যাবে না (মুগনী ২/৩৫০)। তবে অনাত্মীয় বা গায়ের মাহরাম নারী-পুরুষেরা মাইয়েতকে অবাধ দেখার যে প্রচলন রয়েছে তা সিদ্ধ নয়।