উত্তর : মাক্কী সূরাগুলির প্রায় সবই জাহান্নামের ভীতি সঞ্চারকারী। এজন্য তাফসীরুল কুরআন ৩০তম পারা নিয়মিত পাঠ করুন। এছাড়াও নিম্নোক্ত আয়াতগুলি অর্থ সহ পাঠ করুন। যেমন সূরা বাক্বারাহ ২/১৬১-১৬২, ১৬৬-১৬৭, ১৭৪-১৭৫, আলে ইমরান ৩/১০, ১৬২, ১৮৫, ১৯৬-১৯৭, নিসা ৪/১৪, ২৯-৩০, ৫৬, ১৫৬-১৫৮, মায়েদা ৫/৩৬-৩৭, ৫৭-৫৮,৭২-৭৭, আন‘আম ৬/২৭-৩১, আ‘রাফ ৭/৩৬-৫১ ও ১৭৯, ইউনুস ১০/৪, ৭-৮ ও ২৭, হূদ ১১/১০৫-১০৯, ১১৩, ১১৮-১১৯, রা‘দ ১৩/৫, ১৮, ইবরাহীম ১৪/৪৮-৫২, হিজর ১৫/৪৩-৪৪, নাহল ১৬/২৮-২৯, মারিয়াম ১৯/৬৯-৭২, আম্বিয়া ২১/৯৭-১০০, হজ্জ ২২/৯-১০, ১৯-২২, শু‘আরা ২৬/৯১-১০৩, নামল ২৭/৯০, ফাত্বির ৩৫/৩৬-৩৭, ইয়াসীন ৩৬/৫৯-৬৭, ছাফফাত ৩৭/৬২-৭০, ছোয়াদ ৩৮/৫৫-৬৪, যুমার ৩৯/৭১-৭২, যুখরুফ ৪৩/৭৪-৭৭, দুখান ৪৪/৪০-৫০, ফুছছিলাত ৪১/২৪-৩০, ওয়াক্বি‘আহ ৫৬/৪১-৫৬, মুলক ৬৭/৬-১১, হাক্কাহ ৬৯/২৫-৩৮, মুদ্দাছছির ৭৪/২৬-৫৬ ইত্যাদি।