উত্তর : একমাত্র শারঈ কারণ ব্যতীত স্বামীর নির্জনবাসের আহবানকে প্রত্যাখান করা হারাম। রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘সেই আল্লাহর কসম, যাঁর হাতে আমার প্রাণ আছে! কোন স্বামী তার স্ত্রীকে নিজ বিছানার দিকে আহবান করার পর সে আসতে অস্বীকার করলে যিনি আকাশে আছেন তিনি (আল্লাহ) তার প্রতি অসন্তুষ্ট থাকেন, যে পর্যন্ত না স্বামী তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়’ (মুসলিম হা/১৪৩৬; মিশকাত হা/৩২৪৬)। এক্ষণে স্বামীর জন্য করণীয় হচ্ছে স্ত্রীর ব্যাপারে নিজ আত্মীয়-স্বজনকে নছীহত করা। যাতে সবাই মিলে মিশে অবস্থান করতে পারে। আর কোনভাবে মিলে মিশে অবস্থান করা সম্ভব না হ’লে প্রয়োজনে পরিবার থেকে পৃথক বাড়িতে অবস্থান করবে।
প্রশ্নকারী : জেরিন, সাতক্ষীরা।