উত্তর : নিয়তের স্থান হচ্ছে অন্তর। সেজন্য নিয়ত মুখে পাঠ করা যাবে না (ফাতাওয়া লাজনা দায়েমাহ ১১/৪১৬)। বরং কুরবানীর পশু যবেহ করার সময় ‘বিসমিল্লাহ’ ও ‘আল্লাহু আকবার’ পাঠ করবে এবং এর সাথে যার পক্ষ থেকে কুরবানী করা হবে তার নামও উল্লেখ করতে পারে (বুখারী হা/৫৫৬৫; মুসলিম হা/১৯৬৬; মিশকাত হা/১৪৫৩)।
প্রশ্নকারী : আলাউদ্দীন, দারুসা, রাজশাহী।