উত্তর : দ্বিতীয় স্বামীর পক্ষ থেকে উক্ত নারীর অন্যত্র বিবাহের ব্যাপারে কোন আপত্তি না থাকাটা তালাকের শামিল। তালাকের নিয়তসহ এরূপ ইঙ্গিতবহ বাক্য উল্লেখ করে তালাক প্রদান করাকে ‘কেনায়া তালাক’ বলে (ইবনু তায়মিয়াহ, মাজমূউল ফাতাওয়া ৩২/৩০২)। আর যেহেতু প্রথম স্বামী তিন তালাকের মাধ্যমে স্ত্রীকে বিচ্ছিন্ন করে দিয়েছিল এবং একাধিকবার অন্যত্র বিবাহ হয়েছে, অতএব সে এখন নতুন বিবাহ ও মোহরের মাধ্যমে প্রথম স্বামীর সাথে সংসার শুরু করতে পারবে (বাক্বারাহ ২/২৩০)।
প্রশ্নকারী : আলমগীর, ফুলবাড়ী, গাইবান্ধা।