উত্তর : যুদ্ধের কারণে রামাযানের ফরয ছিয়াম ত্যাগ করা জায়েয (মুসলিম হা/১১২০; আবুদাঊদ হা/২৪০৬)। তবে যুদ্ধ শেষে আবশ্যিকভাবে উক্ত ছিয়ামগুলো ক্বাযা আদায় করে নেয়া কর্তব্য ছিল (ইবনু হাযম, আল-ইস্তিযকার ১/৭৭; ইবনু কুদামাহ, মুগনী ৪/৩৬৫; ফাতাওয়া লাজনা দায়েমাহ ১০/১৪৩)। এক্ষণে সক্ষম থাকলে উক্ত ছিয়ামগুলোর ক্বাযা আদায় করবেন। আর অক্ষম হ’লে প্রতি ছিয়ামের বদলে একটি করে ফিদইয়া দিবেন (বাক্বারা ১৮৪; ইবনু কুদামাহ, আল-মুগনী ৪৩৯)।
প্রশ্নকারী : সুলতান আহমাদ, মোহাম্মদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।