উত্তর : উভয়ের সন্তুষ্টির ভিত্তিতে এরূপ চুক্তি জায়েয (বুখারী হা/২২৪০)।
একে ‘বায়‘উস সালাম’ বলা হয়। তবে এক্ষেত্রে যেন কেউ যুলুমের শিকার না হয়
সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আল্লাহ বলেন, তোমরা অত্যাচার করো না এবং
অত্যাচারিত হয়ো না’ (বাক্বারাহ ২/২৭৯)।