উত্তর : ছালাতের সম্পর্ক পবিত্রতা ও সতরের সাথে। যদি প্যারালাইস্ড রোগীর ডায়াপারে অপবিত্রতা লেগে থাকে তাহ’লে ছালাতের পূর্বে পবিত্র হয়েই ছালাত আদায় করতে হবে। এক্ষেত্রে আত্মীয়রা সহযোগিতা করবে। কেউ সহযোগিতা করার মত না থাকলে উক্ত ডায়াপার পরেই ছালাত আদায় করবে। কারণ জ্ঞান থাকা পর্যন্ত ছালাত মাফ নেই (ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১১/২৩)।
প্রশ্নকারী :মাহফূযা খাতুন, ঢাকা।